Dhaka বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বেওয়ারিশ কুকুর নিধন বন্ধে রিট করলেন জয়া আহসান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
  • ২৩৯ জন দেখেছেন

কুকুরপ্রেমি জয়া আহসান

বেওয়ারিশ কুকুর নিধন বন্ধে হাইকোর্টে রিট করলেন অভিনেত্রী জয়া আহসান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কুকুর নিধন কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনস্বার্থে অভিনেত্রী জয়া আহসান এবং দুইটি সংগঠনের পক্ষ থেকে এ রিট দায়ের করা হয়।

জয়া আহসান ছাড়াও প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যৌথভাবে এ রিট দায়ের করেন। রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।

তিনি বলেন, রিটে কুকুর অপরাসারণ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এভাবে কুকুর অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুন : নতুন ছবিতে চিকিৎসকের চরিত্রে চিত্রনায়িকা পপি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেভাবে কুকুর অপসারণ করছে তা তারা পারেন না। কেননা প্রাণী কল্যাণ আইন ২০১৯ (৭) ধারায় বলা হয়েছে, বেওয়ারিশ কুকুর হত্যা ও অপসারণ করা যাবে না।

আগামী সপ্তাহের এ রিটের ওপর শুনানি হতে পারে বলে তিনি জানিয়েছেন। রিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বেওয়ারিশ কুকুর নিধন বন্ধে রিট করলেন জয়া আহসান

প্রকাশের সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

বেওয়ারিশ কুকুর নিধন বন্ধে হাইকোর্টে রিট করলেন অভিনেত্রী জয়া আহসান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কুকুর নিধন কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনস্বার্থে অভিনেত্রী জয়া আহসান এবং দুইটি সংগঠনের পক্ষ থেকে এ রিট দায়ের করা হয়।

জয়া আহসান ছাড়াও প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যৌথভাবে এ রিট দায়ের করেন। রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।

তিনি বলেন, রিটে কুকুর অপরাসারণ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এভাবে কুকুর অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুন : নতুন ছবিতে চিকিৎসকের চরিত্রে চিত্রনায়িকা পপি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেভাবে কুকুর অপসারণ করছে তা তারা পারেন না। কেননা প্রাণী কল্যাণ আইন ২০১৯ (৭) ধারায় বলা হয়েছে, বেওয়ারিশ কুকুর হত্যা ও অপসারণ করা যাবে না।

আগামী সপ্তাহের এ রিটের ওপর শুনানি হতে পারে বলে তিনি জানিয়েছেন। রিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।