রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

বিয়ে করে শখ এখন বরের সঙ্গে শ্বশুরবাড়ি

বিনোদন প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
বিয়ে করে শখ এখন বরের সঙ্গে শ্বশুরবাড়ি
স্বামী জনের সাথে শখ

আনিকা কবির শখের বিয়ের খবর শোনা যাচ্ছিলো অনেক দিন ধরেই। কিন্তু এর সত্যতা পাওয়া যায়নি। এখন সব সত্য বেরিয়ে এলো।

বিয়ে করেছেন আনিকা কবির শখ, এমন খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে ঘটনার সত্যতা মিলেছে এবার।

শখের স্বামী রহমান জনের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় টুকটাক মডেলিং করেছেন, এখন তিনি পেশায় ব্যবসায়ী।

আরও পড়ুন : নায়িকা পপিকে গোপনে বিয়ে! মুখ খুললেন জায়েদ খান

চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। এবার কোরবানির ঈদে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শখ।



 

সেখানেই দেখা এই দম্পতির। কিন্তু কথা বলার সুযোগ ছিল না। এখনো বলিয়াদিতেই আছেন শখ-জন।

জনের ভাগ্নে আরাফ রহমান বলেন, পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো মানুষ। কত্ত বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই।

গত দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।

অনেক দিন ধরেই মডেলিং-অভিনয়ে অনিয়মিত শখ। গেল দুই ঈদের খুব কম নাটকেই তাকে পাওয়া গেছে। এমনকি পুরনো ফোন নম্বরও ব্যবহার করছেন না।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া গেল শখ-জন দুজনকেই। সেখানে নাম বদলে শখ এখন আনিকা রহমান। রিলেশনশিপ স্টেটাসে লেখা, ‘ম্যারিড টু জন রহমান।’ আছে বিয়ের তারিখও-১২ মে ২০২০।

আরাফ জানান, করোনার প্রকোপ কমলে ঢাকায় ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনের ইচ্ছা তার মামা জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া