রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন

বিশ্বে একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

যোগাযোগ ডেস্ক
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২০
করোনাভাইরাস পূর্বপশ্চিমবিডি, ppbd.news

বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বলছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বব্যাপী নতুন এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। তবে মৃতের সংখ্যা ৫ হাজারেই সীমাবদ্ধ আছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৮২ জনের। খবর আল জাজিরার।

এর আগে গত ১২ জুলাই রেকর্ড ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন আক্রান্ত হয়েছিল। তার আগে ১০ জুলাই রেকর্ড ২ লাখ ২৮ হাজার ১০২ জন ও ৭ জুলাই রেকর্ড ২ লাখ ১২ হাজার ৩২৬ জন আক্রান্ত হয়েছিল।

জুলাই মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ানোর আগে গেল ২৮ জুন আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় যে ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৮৫৭ জনই চারটি দেশের। দেশ চারটি হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৭৩ হাজার ৩৮৮ জন, ব্রাজিলে ৪৩ হাজার ৮২৯ জন, ভারতে ৩৫ হাজার ৪৬৮ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ১৭২ জন।

বিশ্বের ২১৩টি দেশে এ পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৯৮ হাজার ৩ জন। সেরে উঠেছে ৮৪ লাখ ১১ হাজার ১৮৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া