বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিশ্বকাপের সেরা বোলার হতে চান রিশাদ

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪
বিশ্বকাপের সেরা বোলার হতে চান রিশাদ

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ হোসেনের যাত্রা সবে শুরু। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন মোটে ২০ ম্যাচ। তবে এতটুকুতে তাকে ঘিরে আশা জমেছে অনেকটুকু। স্পেশালিস্ট লেগ স্পিনার হিসেবে দলে এসেছেন। রিশাদের কাজ তবে সেখানেই থেমে থাকেনি। কব্জির মোচড়ে প্রতিপক্ষের ব্যাটারকে ফাঁদে ফেলার পাশাপাশি রিশাদের কাধে এখন দ্রুত রান তোলার দায়িত্ব। কখনও দলের হাল ধরা, ক্যামিও ইনিংসে ম্যাচের মোড় ঘোরানোর কাজটাও করতে হয়। অনেকবার সামর্থ্যও দেখিয়েছেন রিশাদ। এবার স্বপ্ন তার অনেক বড় বিশ্বকাপের সেরা বোলার হতে চান ২১ বছর বয়সী বোলিং অলরাউন্ডার।

বিসিবির প্রকাশিত ভিডিওতে সোমবার (২৭ মে) রিশাদ বলেন, আগের থেকে ভিন্ন ফল হবে আশা করি। নামের সঙ্গে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি এটা দেখতে চাই। যেহেতু মূলত আমি বোলার। অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূর এগিয়ে নিতে চাই।

গত বছর আন্তর্জাতিক অভিষেকের পর ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ। শিকার করেছেন ১৫ উইকেট, রান দিয়েছেন ওভাররপ্রতি ৭.১৭ করে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন, তার উপর ভরসা থাকবে বিশ্বকাপেও। বাংলাদেশের ক্রিকেটে তিনিই প্রথম, যিনি কিনা লেগি হিসেবে বিশ্বকাপ খেলতে গেছেন। এত বড় সুযোগ পেয়ে যানপরনাই খুশি রিশাদ, দিতে চান আস্থার প্রতিদান, ‘এটা (বিশ্বকাপ) সবার সারাজীবনের স্বপ্ন। বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চেষ্টা করব সামর্থ্যের সর্বোচ্চটা দিতে।’ রিশাদ হয়ে উঠতে চান একজন প্যাকেজ ক্রিকেটার, ‘দলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং— তিন দিক থেকেই কিছু দেওয়ার চেষ্টা করব। ক্রিকেট শুরু করেছি লেগ স্পিনার হিসেবে, কিন্তু জানতাম দেশকে কিছু দিতে হলে তিন বিভাগেই দিতে হবে। তিন দিক থেকে দিতে গেলে ব্যাটিংয়ের দিক থেকেও একটু খাটতে হবে। চেষ্টা করেছি ব্যাটিংয়ে উন্নতি করতে।’

বিশেষজ্ঞ একজন লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের হাহাকার বেশ পুরোনো। বাংলাদেশের ক্রিকেটে গত এক দশকে বিজ্ঞাপনের মতো সেঁটে আছে একটা কথা, আমরা একজন লেগ স্পিনার খুঁজছি।’ লেগ স্পিনার নেই, লেগ স্পিনার চাই— স্লোগানের মতো হয়ে যাওয়া সময়ে ধূমকেতুর মতো এসেছিলেন কয়েকজন। কোনো সংস্করণেই কবজির মোচড়ে বল ঘোরানোর মতো স্পিনাররা থিতু হতে পারেননি। নিরন্তর সেই অনুসন্ধানে আপাতত আশা হয়ে জ্বলছেন রিশাদ।

সেই আশার পারদ আরেকটু চেপেছে রিশাদের ভয়ডরহীন ব্যাটিং। লম্বা দেহের রিশাদ অনেকটা বলেকয়ে চার-ছক্কা হাঁকাতে পারেন। নিজের সহজাত ব্যাটিং কয়েকবার দেখিয়েছেনও। এবার বিসিবির ভিডিওতে সেই ছক্কা মারার নেপথ্য জানিয়েছেন রিশাদ, ‘সব ব্যাটসম্যানই চায় বড় শট খেলতে। আমিও সেটিই চাই। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছক্কা মারার ক্ষেত্রে। আমি চেষ্টা করি। বোলার বা অন্য কিছু দেখি না, বল দেখি শুধু।’

বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে সবার প্রত্যাশা পূরণের আশা রিশাদের, এটা (বিশ্বকাপ) সবার জন্য সারাজীবনের স্বপ্ন। বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চেষ্টা করব সামর্থ্যের সর্বোচ্চটা দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া