মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবিন-রাজীব

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবিন-রাজীব

বিনোদন ডেস্ক : 

১৬ বছরের পেশাদার অভিনয় জীবন মেহজাবীনের। লাক্স তারকাখ্যাত এই অভিনয়শিল্পীকে নিয়ে কয়েক বছর ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন। আদনান আল রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন সময়ের জনপ্রিয় এই তারকা।

তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে গত কয়েক বছরে সেভাবে কথা বলতে চাননি। বারবারই মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেছেন। গত বছরের মাঝামাঝি সময়ে অবশ্য রাজীব জানিয়েছিলেন, মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে তাঁর পরিচয় হতে পারত না। তিনি তাঁর জীবনের সেরা একটি অংশ। এবার জানা গেল, বিনোদন অঙ্গনের এ দুই তারকা বিয়ে করছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান আর সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাঁদের বিয়ে। মেহজাবীন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

মেহজাবীনও তাঁর এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায়, কখন কী অনুষ্ঠান, এসব বিষয়ে কিছুই জানাতে চাননি। এদিকে মেহজাবীন-রাজীবের এক ঘনিষ্ঠজন বলেন, তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দাওয়াত পেয়েছি। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না। ওরা দুজন যদি কিছু জানায়, সেটা তাদের পক্ষ থেকেই জানাবে।

মেহজাবীন ও রাজীবকে একসঙ্গে দেশ-বিদেশে নানা সময় দেখা গেছে। কখনো তাঁরা ঘুরতে গেছেন, কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব–সম্পর্কিত নানা কাজ। এই সময়ে কখনো মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠ বন্ধুরাও সঙ্গে ছিলেন। তবে দুজনের প্রেমের সম্পর্কের কথা তাঁরা সবাই জানলেও কাউকে জানতে দেননি।

প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ২০২৩ সালের শুরুর দিকে ‘দীর্ঘ সম্পর্কে একঘেয়েমি, শরীর ভালো রাখতে “ফ্লার্ট” করুন অন্য কারও সঙ্গে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ। পত্রিকাটি এ খবর তাঁদের ফেসবুকেও পোস্ট করে। যে পোস্টের নিচে মন্তব্য করেন আদনান আল রাজীব। খবরের শিরোনামের দিকে দৃষ্টি আকর্ষণ করে মেহজাবীন চৌধুরীকে ট্যাগ করে তিনি মন্তব্য করেন, ‘এ ব্যাপারে আপনার কী মতামত?’ সেদিন উত্তর দিতেও দেরি করেননি মেহজাবীন। তিনি লিখেছিলেন, ‘মতামত সামনাসামনি বোঝাব…দেখা করো আমার সঙ্গে।’ দুই তারকার এমন সরেস মন্তব্যে মজা পেয়েছেন তাঁদের ভক্তরা। সেদিন রাজীবের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি অনুসারী, মেহজাবীনের মন্তব্যে প্রতিক্রিয়া এসেছিল পাঁচ হাজারের বেশি। রাজীব ও মেহজাবীনের পাল্টাপাল্টি মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন অনেক ভক্তও।

একজন যেমন লিখেছিলেন, ‘আপনাদের সাহসের তারিফ করতে হয়।’

এদিকে গত বছরের মাঝামাঝি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাজীব তাঁর জীবনের সেরা পার্ট বলে উল্লেখ করেন মেহজাবীনকে। সেদিন রাজীব বলেছিলেন, ‘তাকে (মেহজাবীন) আমি যতটা জানতে পেরেছি তাতে মনে হয়, এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না। তার চেয়ে ভালো কারও সঙ্গে পরিচয়ও হতে পারত না।’

পরিবারের সঙ্গে মেহজাবীনের সঙ্গে সম্পর্ক কেমন, সেটাও জানান এই নির্মাতা। সেদিন রাজীব বলেছিলেন, ‘সবাই তাকে খুব পছন্দ করে। সে খুব দারুণ একজন অভিনয়শিল্পী। কারও আগে–পাছে নেই। খুবই স্ট্রেইট ফরোয়ার্ড।’

আরেক প্রশ্নে মেহজাবীনকে জীবনসঙ্গী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন থাকবে সেটাও জানান রাজীব। বলেছিলেন, সে আমার জীবনে এলে আর তো কিছু বলারই নেই। এটা দারুণ কিছু হবে। যদি না আসে, তাহলে মনে হবে—আসলেও তো পারত!’

এদিকে মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাঁদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। তাঁদের মতে, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাঁদের জন্য দোয়া ও শুভকামনা।

ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া