Dhaka শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি। সম্প্রতি মেহজাবী নাম লিখিয়েছেন বড়পর্দায়।

এদিকে, ১৩ বছরের প্রেম, অতঃপর বিয়ে; গত ২৪ ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নবদম্পতি। এর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী।

তার প্রথম সিনেমা ‘সাবা’ । বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা তৃতীয় সিনেমার পুরস্কার বগলদাবা করেছে সিনেমাটি। খবরটি সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই দিয়েছেন।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ‘সাবা’ । শনিবার (৮ মার্চ) খবরটি জানিয়ে নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছেন, কী দারুণ এক সকাল। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ‘সাবা’। এসময় সাবা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান মেহজাবীন।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে দেখা যায় সেরা এশিয়ান সিনেমার পুরস্কার পেয়েছে ইরানের সিনেমা ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইসরায়েলের সিনেমা ‘রিডিং ললিতা ইন তেহরান’ এবং বাংলাদেশের ‘সাবা’।

‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। এতে মেহজাবীনের সঙ্গে আছেন মোস্তফা মনোয়ার। আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী প্রমুখ। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির।

এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয়। জাপানের অন্যতম আয়োজন ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিয়েছিল সিনেমাটি। এবার বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেল সেরা ছবির সম্মান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের উন্নয়নপ্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না : মঈন খান

বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন

প্রকাশের সময় : ১০:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক : 

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি। সম্প্রতি মেহজাবী নাম লিখিয়েছেন বড়পর্দায়।

এদিকে, ১৩ বছরের প্রেম, অতঃপর বিয়ে; গত ২৪ ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নবদম্পতি। এর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী।

তার প্রথম সিনেমা ‘সাবা’ । বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা তৃতীয় সিনেমার পুরস্কার বগলদাবা করেছে সিনেমাটি। খবরটি সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই দিয়েছেন।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ‘সাবা’ । শনিবার (৮ মার্চ) খবরটি জানিয়ে নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছেন, কী দারুণ এক সকাল। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ‘সাবা’। এসময় সাবা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান মেহজাবীন।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে দেখা যায় সেরা এশিয়ান সিনেমার পুরস্কার পেয়েছে ইরানের সিনেমা ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইসরায়েলের সিনেমা ‘রিডিং ললিতা ইন তেহরান’ এবং বাংলাদেশের ‘সাবা’।

‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। এতে মেহজাবীনের সঙ্গে আছেন মোস্তফা মনোয়ার। আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী প্রমুখ। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির।

এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয়। জাপানের অন্যতম আয়োজন ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিয়েছিল সিনেমাটি। এবার বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেল সেরা ছবির সম্মান।