দেশে ফিরে আবুধাবি ফেরত ৬৮ বাংলাদেশি বিক্ষোভ করেছে। বিমান থেকে নেমেই ৬৮ প্রবাসী বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লোরে বসে বিক্ষোভ করেন।
বিনামূল্যে নতুন টিকেট প্রদান ও কোন ফ্লাইটে তাদের আবার আবুধাবি পাঠানো হবে সেই নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তারা বিমানবন্দরে থেকে যাবেন না বলেও জানান। সোমবার সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আরও পড়ুন : বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করল কুয়েত
বিষয়টি স্বীকার করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান গণমাধ্যমকে জানান, প্রবাসীদের বোঝানোর চেষ্টা করানো হচ্ছে।
জানা যায়, প্রবাসীরা আবুধাবির যে এজেন্সি বা কোম্পানি বা স্পন্সরের মাধ্যমে দেশটিতে গেছেন, সম্প্রতি আবুধাবি সরকার সেসব এজেন্সির অনুমোদন বাতিল করে। তাই তাদের ঢুকতে দেয়া হয়নি।