বিনা টিকিটে ট্রেনে ওঠায় সান্তাহার রেলস্টেশনে ২০জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। যাত্রীদের কাছে থেকে জরিমানা বাবদ ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা ও ভাড়া আদায় করেছে রেল কর্তৃপক্ষ।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দর দিক নির্দেশনাতে সান্তাহার রেলস্টেশনে সারাদিন ট্রেনগুলোতে ব্লক চেকিং চালানো হয়।
আরও পড়ুন : বদলে যাচ্ছে রেল : বিনা টিকিটে ট্রেনে উঠলেই জরিমানা
এদিকে, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও রুপসা এক্সপ্রেস ট্রেনগুলোতে এবং স্টেশনেও ব্লক চেকিং করা হয়। পাশাপাশি টিকিট ছাড়া যাত্রীদের স্টেশনে ঢুকতে নিরুৎসাহিত করা হয়।
রেল সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের ব্লক চেকিং অব্যাহত থাকবে। সুতরাং কেউ টিকিট ছাড়া ভ্রমণ করবেন না, করলে বিড়ম্বনায় পড়তে হবে এবং জরিমানা গুনতে হবে।