বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শাওন

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শাওন

বিনোদন ডেস্ক : 

শুরু হয়েছে বাঙালির মহান বিজয়ের মাস। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। আর এই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক সিদ্ধান্তের কথা জানালেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

রোববার (১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান ফেসবুকে শেয়ার করবেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব। যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা।

প্রসঙ্গত, বাঙালি জাতির শ্রেষ্ঠ ও সেরা অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় অর্জন হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। দিনটিতে বিশ্বমহলে স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচিতি লাভ করে বাঙালিরা। নিজস্ব ভূখণ্ড এবং সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা অর্জন করে।

আর বিশেষ এই দিনটিকে সামনে রেখেই প্রতিদিন দেশাত্ববোধক গানের লিংক শেয়ারের কথা জানালেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া