শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

বিএনপির আন্দোলনে ভাটা, আর জোয়ার আসবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
বিএনপির আন্দোলনে ভাটা, আর জোয়ার আসবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির আন্দোলনে ভাটা পড়েছে, আর জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধোলাইখালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার স্বপ্ন দেখছেন? বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারে চলতে চলতে গাড়ি খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। আন্দোলনের মরা গাঙে আর কখনো জোয়ার আসবে না।

বিএনপির আন্দোলন গুরুতর জখম হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি বলেন, কে বলে আওয়ামী লীগ চুরি করেছে? আওয়ামী লীগ যদি চুরি করতো, তাহলে নিজের টাকায় পদ্মা সেতু হতো না, মেট্রোরেল হতো না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতো না, কর্ণফুলী টানেল হতো না। শেখ হাসিনা পকেটের উন্নয়নের জন্য চিন্তা করলে হাওয়া ভবন তৈরি হতো। শেখ হাসিনা জনগণের জন্য চিন্তা করেন বলেই করোনায় ফ্রি টিকা পেয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা চুরি করলে দেশে এত এত উন্নয়ন সম্ভব হতো না। বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশকে দেউলিয়া করে দেবে।

অর্থ পাচারকারী তারেক লন্ডনে আছে, বিএনপি ক্ষমতায় এলে তারেক দেশে ফিরবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিতে বিএনপি পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা। এরা চুরির কথা বলে, ভোট চুরি করে বিশ্ব রেকর্ড করেছে। তাইতো দুর্নীতির কথা বিএনপির মুখে মানায় না। দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা মানায় না, লজ্জা শরম বলতে কিছুই নেই।

ওবায়দুল-কাদের-01

কাদের আরো বলেন, বিএনপির দুটি গুন- দুর্নীতি আর মানুষ খুন। তাদের হাতে ক্ষমতা গেলে দেশে আবারও জঙ্গিবাদ বেড়ে যাবে, সাম্প্রদায়িকতা বেড়ে যাবে। তা হতে দেবে না আওয়ামী লীগ। জনপ্রিয়তা প্রমাণ করতে হলে নির্বাচনে এসে প্রমাণ দিতে হবে। মুখে বড় বড় কথা বলে লাভ হবে না।

গত ৪৮ বছরে দক্ষ প্রসাশক জন্ম নেয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা চুরি করলে তার নামে হাওয়া ভবন তৈরি হতো। কোটি কোটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে পারতেন না। শেখ হাসিনা আছেন বলেই গৃহহীনরা ঘর পাচ্ছে, ভূমিহীনেরা ভূমি পাচ্ছে।

ভোট চুরি নিয়ে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এরা চুরির কথা বলে, অথচ ভোট চুরি করে এরা বিশ্ব রেকর্ড করেছে। ফখরুলের মুখে এমন অশ্রাব্য কথা শুনতেও লজ্জা লাগে। মির্জা ফখরুল দেখতে ভদ্রলোক আর অন্তরে বিষ। একটা মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, সেরা মিথ্যাবাদীর নাম মির্জা ফখরুল। মির্জা ফখরুলের দেশ পাকিস্তান নাকি ভালো ছিল। আজ পাকিস্তানের রিজার্ভ ৩.৫ বিলিয়ন ডলার। পাকিস্তান আজ দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের চেয়ে সবদিক থেকে আমরা এগিয়ে আছি।

রাজনীতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক করেছেন মন্তব্য করে তিনি বলেন, সংকটে কষ্ট পাচ্ছে জনগণ, তাই শেখ হাসিনা বেশি দামে কিনে কম দামে পণ্য দিচ্ছেন। রোজায় যাতে কষ্ট না হয় সেজন্য খাদ্য নিরাপত্তা বলয় বর্ধিত করেছেন। একজন মানুষও গৃহহীন থাকবে না। পরমাণু বোমা ছাড়া পাকিস্তানের সবদিক থেকে আমরা এগিয়ে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: