মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বার বার কেন সন্দীপ শর্মার বলেই আউট হন কোহলি?

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
বার বার কেন সন্দীপ শর্মার বলেই আউট হন কোহলি?
সন্দীপ শর্মা ও বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। বিশ্বের ভয়ংকরতম ব্যাটসম্যান। ক্রিকেটের সব ফরম্যাটেই দাপটে রাজত্ব করেন। আইপিএলেও সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি। তার ব্যাটিং নৈপুণ্য মুগ্ধ করেছে কিংবদন্তিদের। কিন্তু কিছু কিছু বোলারের কাছে তিনি বার বার পরাজিত হন। বিশেষ করে আইপিএল এ সন্দীপ শর্মা যেন কোহলির জন্য যমদূত।

সোমবারের ম্যাচে সন্দ্বীপ শর্মার বলে কোহলি আউট হননি। তাকে ১৪ রানে (১৩ বল) প্যাভিলিয়নে ফিরিয়েছেন থাঙ্গারাসু নটরাজন।

পরিসংখ্যান বলছে, মোট ৬ বার সন্দীপ শর্মার বলে আউট হয়েছেন কোহলি। একমাত্র সাবেক পেস তারকা আশিস নেহরা ছাড়া কোহালিকে আর কোনো বোলার এতবার আউট করতে পারেনি। পাঞ্জাবতনয় সন্দীপের মিডিয়াম পেস বরাবরই বিপদে ফেলেছে ব্যাটসম্যানদের।

আরও পড়ুন : অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ সমতায় ইংল্যান্ড

আইপিএলে তার সংগ্রহ ৯৫ উইকেট। আর পাঁচ উইকেট পেলেই তিনি ঢুকে পরবেন একশোর ক্লাবে। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আইপিএলে তার মোট উইকেটের ২২.১ শতাংশই কোহলির দলের বিপক্ষে!

আইপিএলে অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড ভালো নয়। এখনও পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেননি। যদিও এবার অ্যারন ফিঞ্চকে এনে কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের ওপর নির্ভরতা কাটাতে চায় ব্যাঙ্গালুরু। তাদের তারকাবহুল ব্যাটিং লাইনআপ যে কোনো প্রতিপক্ষের বোলিং লাইনআপকে ধসিয়ে দিতে পারে।

বোলিং আক্রমণে আছেন রশিদ খান, ভুবনেশ্বর কুমারদের মতো বিশ্বসেরারা। কোহলির দল কি এবার পারবে আইপিএল জিততে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া