শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন

বাবা হারালেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
বাবা হারালেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক : 

বলিউডের কৌতুকাভিনেতা রাজপাল যাদবের বাবা নওরঙ্গ যাদব মারা গেছেন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন নওরঙ্গ। দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন নওরঙ্গ যাদব।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেতার বাবার অবস্থা গুরুতর শুনেই বৃহস্পতিবার থাইল্যান্ড থেকে দিল্লি পৌঁছেছিলেন রাজপাল। আশায় ছিলেন হয়ত তার বাবা সুস্থ হয়ে আবারও বাড়ি ফিরবেন।

রাজপাল যাদব উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। বাবার শেষকৃত্য নিজ জেলাতেই করাতে চান অভিনেতা। বাবার মৃত্যুর আগেই বিপদের সম্মুখীন হয়েছিলেন তিনি।

বুধবার রাজপালসহ চার তারকাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। রাজপাল যাদব এবং কমেডিয়ান কপিল শর্মাকে হুমকির ইমেল পাঠানো হয়েছে। এই দুই তারকা ছাড়াও হুমকি ইমেল পেয়েছেন সুগন্ধা মিশ্র ও রেমো ডিসুজাও।

এই ঘটনার পরে, রাজপাল যাদবের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি আম্বোলি থানা এবং সাইবার ক্রাইম সকলকেই জানিয়েছি। এরপর এ নিয়ে আর কারও সঙ্গে কথা বলিনি। এই ঘটনা নিয়ে কথা বলা আমার কাজ নয়।’

রাজপাল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেবি জন’। গত বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তার হাতে এখন বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো— ‘ভুলভুলাইয়া থ্রি’। শুটিং শেষে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া