তবে এই ঘটনার দিনে মিমির সঙ্গে তার দেহরক্ষী ছিলেন না। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, সরকারি গাড়ি দেখার পরও একজন ট্যাক্সিচালক যদি এমন করেন তাহলে সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করেন তারা? তাই সময় নষ্ট না করেই গাড়ি থেকে নেমে প্রতিবাদ করি এবং পরে পুলিশে অভিযোগ করি। যদি এমনটি না করতাম তাহলে সে সাহস পেয়ে যেত। তাকে উচিত শিক্ষা দিতেই পুলিশে দিয়েছি বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী-সাংসদ।
অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে জানিয়ে কলকাতা পুলিশ বলেন, যে সিগনালে গাড়ি দাঁড়িয়েছিল সেখানকার দায়িত্বরত এক সার্জেন্টকে অভিযোগ জানান মিমি। পরে আধাঘন্টার মধ্যে ট্যাক্সি চালক দেবা যাদবকে গ্রেফতার করে ওই সার্জেন্ট। তার বয়স ৩২ বছর।
ইতোমধ্যে তার বিরুদ্ধে শ্লীলতাহানি, অশ্লীল ইঙ্গিত এবং কটুক্তির ধারায় গড়িয়াহাটের একটি থানায় মামলা দায়ের করা হয়েছে।