বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশি সিনেমা থেকে বাদ ঋতুপর্ণা, যুক্ত হলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশি সিনেমা থেকে বাদ ঋতুপর্ণা, যুক্ত হলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক : 

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাংলাদেশে যাতায়াত অনেক আগে থেকে। ঢালিউডে একসময় ছিলেন নিয়মিত। পেয়েছিলেন জনপ্রিয়তা। গেল জুলাইতে তিনি চুক্তিবদ্ধ হন ‘তরী’ নামের একটি সিনেমায়। নতুন খবর হচ্ছে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ নিজেই।

চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক বিষয়টি নিয়ে তেমন আগ্রহ প্রকাশ করলেন না কথা বলতে। ঋতুপর্ণাকে বাদ দেওয়াকে প্রয়োজনীয় সংস্কার উল্লেখ করে ঢাকা মেইলকে শুধু বললেন, ‘বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম। আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। সে কারণেই প্রয়োজনীয় সংস্কার।

এদিকে ঋতুকে বাদ দেওয়ার গুঞ্জন উঠেছিল গেল সেপ্টেম্বরের শেষের দিকে। তবে সেসময় ক রাশিদ পলাশ বলেছিলেন, ঋতুপর্ণাকে ছাড়াই কাজটি করব এরকম কিছু এখনও আমরা স্থির করিনি। বলেছি, আমরা ঋতুপর্ণাকেই চাই। তাকে নিয়েই কাজ করব কিন্তু যদি নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয় কিংবা পরিস্থিতির কারণে ছবিটি ঝুলে যায় তখন হয়তো আমরা ভিন্ন কিছু ভাবব। সবমিলিয়ে পরিকল্পনায় এখনও ঋতুপর্ণাই আছেন। তবে পরিস্থিতি যদি পক্ষে না আসে তাহলে অন্য কাউকে ভাবতেই হবে।

পরিচালক জানান, শনিবার কলকাতা থেকে ফিরেছেন তিনি। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই সেখানে গিয়েছিলেন। ঋতুপর্ণার শূন্যস্থান পূরণ করলেন চরিত্রটির পরিধি বাড়ছে বলে জানান পরচালক।

এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।

আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরও অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। ২০২৫ সালে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

ঋতুপর্ণার মতো অতোটা জনপ্রিয় না হলেও শ্রীলেখা মিত্রও বাংলাদেশে ভালোই পরিচিত। এর আগে যৌথ প্রযোজনায় বেশ কিছু ছবিতে কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশের ওয়েব সিনেমা ‘কলকাতা ডায়েরিজ’-এ তিনি অভিনয় করছেন। যা তৈরি করেছেন নির্মাতা রাশেদ রাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া