সৌদি আরব বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের সেদেশে প্রবেশে অনুমতি দিয়েছে। বাংলাদেশিদের জন্য সৌদি যাওয়ার জন্য সাতটি শর্ত পূরণ করতে হবে। বাংলাদেশি নাগরিকদের সাতটি শর্ত পূরণ সাপেক্ষে দেশটিতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।
দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেট, এক্সপ্রেস রিয়াদ, ও আরব নিউজ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ খরব জানায়। তবে কবে থেকে প্রবেশ করতে পারবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
আরও পড়ুন : ঢাকা-দোহা-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ৭ সেপ্টেম্বর
তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের বিষয়ে না জানলেও অনানুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছেন বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোস্তফা জামিল খান।
কিন্তু কবে থেকে বাংলাদেশীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবে, এই বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় সম্পর্কে জানা যায় নি।
বাংলাদেশসহ শর্ত দেয়া অন্য দেশগুলো হল- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন,
লেবানন, কুয়েত, মিসর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া।