Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিএম কলেজে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ১০

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশাল বিএম কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কলেজে দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। ছাত্রলীগের হামলায় ১০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় সরকারি ব্রজমোহন কলেজে কোটা বহাল রাখার দাবিতে ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে কলেজের অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইংরেজিসহ কয়েকটি বিভাগে গিয়ে কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের মারধর করেন।

বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বরিশাল নগরীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনালে এসে সড়ক অবরোধ করেন। এরপর তারা সরকারি ব্রজমোহন কলেজের অভ্যন্তরে মিছিল সহকারে প্রবেশ করে ছাত্রলীগকে ধাওয়া দেন। ছাত্রলীগ তখন দেশীয় অস্ত্রসহ কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে কোটাবিরোধী আন্দোলনকারীরা পুরো ক্যাম্পাস দখলে নেন। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দিলেও তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে মাঝেমধ্যে ইটপাটকেল নিক্ষেপ করছেন। তবে এখনো ক্যাম্পাস দখলে রেখেছেন কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা।

বেলা ১১টায় বিএম কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন সংগঠিত হচ্ছিল তখন ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। এরপর দুপুর ১২টায় বিএম কলেজের শিক্ষার্থীরা নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে বিএম কলেজের মুসলিম হলে ছাত্রলীগ নেতাদের খুঁজতে গিয়ে ইট পাটকেল ছুড়ে। এ সময় বরিশাল বিএম কলেজের কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী রিশাত আহমেদের মাথা ফেটে যায়। এই সময় পরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ক্যাম্পাসে রয়েছি। উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বরিশাল বিএম কলেজে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ১০

প্রকাশের সময় : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশাল বিএম কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কলেজে দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। ছাত্রলীগের হামলায় ১০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় সরকারি ব্রজমোহন কলেজে কোটা বহাল রাখার দাবিতে ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে কলেজের অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইংরেজিসহ কয়েকটি বিভাগে গিয়ে কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের মারধর করেন।

বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বরিশাল নগরীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনালে এসে সড়ক অবরোধ করেন। এরপর তারা সরকারি ব্রজমোহন কলেজের অভ্যন্তরে মিছিল সহকারে প্রবেশ করে ছাত্রলীগকে ধাওয়া দেন। ছাত্রলীগ তখন দেশীয় অস্ত্রসহ কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে কোটাবিরোধী আন্দোলনকারীরা পুরো ক্যাম্পাস দখলে নেন। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দিলেও তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে মাঝেমধ্যে ইটপাটকেল নিক্ষেপ করছেন। তবে এখনো ক্যাম্পাস দখলে রেখেছেন কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা।

বেলা ১১টায় বিএম কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন সংগঠিত হচ্ছিল তখন ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। এরপর দুপুর ১২টায় বিএম কলেজের শিক্ষার্থীরা নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে বিএম কলেজের মুসলিম হলে ছাত্রলীগ নেতাদের খুঁজতে গিয়ে ইট পাটকেল ছুড়ে। এ সময় বরিশাল বিএম কলেজের কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী রিশাত আহমেদের মাথা ফেটে যায়। এই সময় পরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ক্যাম্পাসে রয়েছি। উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি।