শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন

বরিশালে যোগ দিলেন নিশাম

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশালে যোগ দিলেন নিশাম

স্পোর্টস ডেস্ক : 

শিরোপা ধরে রাখার মিশনে দাপট দেখিয়ে আগেভাগেই ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার বিপিএলে চ্যাম্পিয়ন হতে দলটি ঘাটতি রাখতে চাইছে না। ফাইনালের জন্য তারা তাই দলে নিয়েছে সাবেক কিউই অলরাউন্ডার জিমি নিশামকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ আফ্রিকা থেকে থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। সেখানে তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টি-টোয়েন্টি আসর খেলছিলেন। প্রিটোরিয়া প্লে অফে উঠতে না পারায় বরিশাল তাকে ফাইনালের জন্য নেওয়ার সুযোগ পেয়ে যায়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। প্লে অফে তাদের হয়ে বিদেশি কোটায় খেলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি, আইএল টি-টোয়েন্টি খেলে ফেরা ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স, ইংলিশ ব্যাটার দাবিদ মালান ও আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। এদের মধ্যে সম্ভবত নবির জায়গায় ফাইনালে একাদশে ঠাঁই নেবেন পেস অলরাউন্ডার নিশাম।

এসএ টি-টোয়েন্টির আসর ব্যাট হাতে খুব ভালো যায়নি নিশামের। পাননি কোন ফিফটি। তবে বোলিংয়ে ৭ উইকেট নিয়ে রেখেছেন অবদান।

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে সাত ম্যাচে অংশ নিয়েছিলেন। ব্যাটিংয়ে ২৯১ রান করেছিলে ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইক রেটে। বোলিংয়ে তেমন প্রভাব রাখতে পারেননি। নিয়েছিলেন চার উইকেট। মিলনেকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয় বরিশালের। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন শারজাহ ওয়ারিয়র্জের হয়ে। দলের ভাগ্যের ওপর নির্ভর করবে তার বিপিএলে খেলতে আসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া