বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন মারা গেছেন।
শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন গৃহবধূ সোনিয়া বেগম, তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা।
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম তালুকদার বলেন, নিহতদের বাড়ি ৪ নম্বর ওয়ার্ডে। আমার বাড়ির কাছাকাছি। রিয়াজ মোল্লা প্রতিদিনের মতো কাজ করতে বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী সোনিয়া দেড় বছরের সন্তানকে ঘরে রেখে ঘরের পাশের লেবু গাছ থেকে লেবু আনতে যায়। সঙ্গে বড় মেয়ে ও মেজো ছেলে ছিল। লেবু গাছের গোড়ায় নালায় বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। সেই তার মেঝ ছেলে সালমানের গলায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তা দেখে মা সন্তানকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মাকে বাঁচাতে যায় ৯ বছরের মেয়ে। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
আবুল কালাম তালুকদার বলেন, লেবু গাছে কীভাবে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল তা কেউ বলতে পারছে না। মুহূর্তেই একটি সাজানো পরিবার শেষ হয়ে গেল।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সকালে তারা পাশের বাগানে লেবু আনতে যায়। এ সময় বাগানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।