সরাসরি ঢাকা – দুবাই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে ফ্লাই দুবাই। মঙ্গলবার বিমান সংস্থাটিকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান ।
আরও পড়ুন : ১৬ আগস্ট কুয়ালালামপুর ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা
এর আগে ২০১৮ সালের ১৪ই জুন বাংলাদেশে বিমান পরিচালনার কাজ সমাপ্ত করে ব্যবসা গুটিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থাটি। চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে ফের বেবিচকের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করে তারা।