শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন

ফ্লাইট বাড়াচ্ছে এমিরেটস : চলতি মাসে ৭০টি গন্তব্য

বিশেষ সংবাদদাতা
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
ফ্লাইট বাড়াচ্ছে এমিরেটস : চলতি মাসে ৭০টি গন্তব্য
সংগৃহীত ছবি

করোনা সংক্রমণের মধ্যেও ফ্লাইট বাড়াচ্ছে এমিরেটস। চলতি মাসে ৭০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইনস। যা এমিরেটসের মোট গন্তব্যের ৫০ শতাংশের বেশি।

এরই মধ্যে গত ১ আগস্ট থেকে ম্যানিলার পর ফিলিপাইনের দ্বিতীয় গন্তব্য ক্লার্কে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট শুরু হয়েছে।

বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে ক্লার্কে প্রতি সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর ফলে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় এমিরেটসের গন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।
এদিকে, ৫ আগষ্ট থেকে কুয়েত সিটিতে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

আরও পড়ুন : সোমবার থেকে ঢাকায় সপ্তাহে এমিরেটসের ৬টি ফ্লাইট

এ ছাড়া ১৬ আগষ্ট থেকে পর্তুগালের লিবসনে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

এমিরেটস জানায়, কুয়েতে সপ্তাহে ৭টি ফ্লাইট অপর দিকে পুর্তগালের লিবসনে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালিত করা হবে।

এ ছাড়া ১ আগষ্ট থেকে সুইডেনের স্টকহোম এবং ৪ আগস্ট থেকে অসলোতে নিয়মিত ফ্লাইট চালু হয়েছে। সব মিলিয়ে মাস শেষে এমিরেটসের ফ্লাইটের সংখ্যা দাঁড়াবে ৭০টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: