বিনোদন ডেস্ক :
সোহম-শ্রাবন্তী দুজনেই শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ধীরে ধীরে টলিউডে খ্যাতি অর্জন করেন। এছাড়া দুজনে জুটি হিসেবেও পেয়েছেন দর্শকদের বেশ প্রশংসা। দুই যুগের বেশি সময় ধরে শুরু হয়েছিল তাদের যাত্রা। একসঙ্গে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, ফের নাকি বড়পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ থেকে ‘অমানুষ’সহ অসংখ্য সিনেমায় তাদের একসঙ্গে দেখেছেন চলচ্চিত্রপ্রেমীরা। টালিউডের ভেতরের সংবাদ- আবারও নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন নায়ক-নায়িকা।
শোনা যাচ্ছে, দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। এটি পরিচালনা করছেন অভিমন্যু মুখোপাধ্যায়। রোম্যান্টিক গল্পই নাকি ক্যামেরার সামনে সাজাতে চলেছেন তিনি।
এদিকে এর আগে অভিমন্যুর পরিচালনায় একাধিক কাজ করেছেন সোহম এবং শ্রাবন্তী। ‘টেকো’, ‘গুগলি’, ‘পিয়া রে’সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে এ জুটিকে। সেই তালিকাতেই হয়তো নতুন সংযোজন হতে চলেছে এই ছবি। এ মুহূর্তে শ্রাবন্তীর ঝুলিতে রয়েছে বেশ কিছু সিনেমা।
বর্তমানে রাজনৈতিক কার্যকলাপের পাশাপাশি ‘প্রধান’ ছবির প্রচারও সামলাচ্ছেন সোহম। ছবিতে দেবের পাশাপাশি তিনিও পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, বিশ্বনাথ বসুর মতো তারকা। পরিচালনায় অভিজিৎ সেন। আগামী দিনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কাজ করার কথা তার।
অপরদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস এবার বড়পর্দায় আনছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সেই ছবিতেই বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। এ সিনেমার শুটিং কবে শুরু হবে, তা নিয়েও যেন আলোচনার শেষ নেই।
তবে পরিচালকের দাবি এ সবই রটনা। অভিমন্যু পরিচালিত ‘কীর্তন’ সিনেমাটি কয়েক মাস আগে মুক্তি পেয়েছে। সোহম-শ্রাবন্তী জুটিকে কীভাবে দেখা যাবে, সেটাই দেখার বিষয়।
এ নতুন সিনেমার লুক সেট হয়নি এখনো। সম্ভবত ফেব্রুয়ারি মাসের পর থেকে শুরু হবে সিনেমার দৃশ্য ধারণের কাজ।