আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি মানেই আলাদা কিছু। সারাবিশে^ তার কোটি কোটি ভক্ত অবশ্য মেসির কাছে ব্যতিক্রম কিছুই আশা করেন। এবার মেসি সেই আশাকেও ছাড়িয়ে নিয়ে গেলেন কয়েক ধাপ।
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এতদিন দখলেই ছিল ফুটবলের রাজা পেলের। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সেই রেকর্ড ছুঁয়েছিলেন শনিবার।
মঙ্গলবার ব্রাজিল কিংবদন্তিকে পেছনে ফেলেছেন বার্সেলোনার প্রাণভোমরা। লা লিগায় তার রেকর্ড ভাঙার দিনে বার্সা ৩-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে। ফুটবল খেলা শুরুর পর পেলের মত ফুটবলারের রেকর্ড ভাঙবেন, এটা স্বপ্নেও ভাবতে পারেননি বার্সেলোনা অধিনায়ক।
আরও পড়ুন : ৪৬ বছর পরে টেস্টে ভারতের জাতীয় লজ্জা!
কোনো রেকর্ডই ভাঙতে পারবেন কি না, সেটাও ভাবতে পারেননি, পেলেরটা তো অনেক দুরের ব্যাপার। রেকর্ড গড়া ম্যাচের পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন মেসি।
যেখানে তিনি লিখেন, ‘যখন আমি ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন কখনোই চিন্তা করতে পারিনি যে কোনো রেকর্ড ভাঙতে পারবো।
বিশেষ করে মঙ্গলবার আমি যে রেকর্ড ভেঙেছি, যেটা পেলের মত গ্রেট ফুটবলারের।
আমি এখন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ফুটবল ক্যারিয়ারজুড়ে সহযোগিতা করে এসেছেন। আমার সতীর্থ, পরিবারের সদস্য, বন্ধু এবং সে সব ভক্ত এবং সমর্থককে, যারা আমাকে প্রতিদিন সমর্থন দিয়ে গেছেন।’