বেনাপোল উপজেলা প্রতিনিধি :
যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ ফরেস্ট অফিসের সামনে একটি কাভার্ডভ্যানচাপায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিদ্ধার্থ।
নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে এবং নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ নাসির উদ্দিন (৬৭) ও জাপান-বাংলাদেশ এনজিওর নাভারণ শাখার নৈশপ্রহরী আলী বক্স (৫০)।
মঙ্গলবার ভোরে নাভারণ ফরেস্ট অফিসের পাশের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য তারা বেরিয়েছিলেন। পরে নাভারণ ফরেস্ট অফিসের পাশের মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিদ্ধার্থ জানান, নিহত শিক্ষক ও নৈশপ্রহরীর মরদেহ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।