রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

প্রেমের গুঞ্জন, রনির প্রিয়তমা সাদিয়া!

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
প্রেমের গুঞ্জন, রনির প্রিয়তমা সাদিয়া!

বিনোদন ডেস্ক : 

নির্মাতা রেদওয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রনির একটি পোস্টের মাধ্যমে সেটি আরও মজবুত হয়েছে । নেটিজেনদের ধারণা সেই পোস্টে সাদিয়াকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।

এদিকে প্রেমের এ গুঞ্জন নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। দু’জনের মধ্যকার সম্পর্ককে ‘স্বাভাবিক’ বলেই জানান তিনি।

গত ২০ অক্টোবর ছিল এই নির্মাতার জন্মদিন। দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা। যেখানে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ।

জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে রনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা শুভেচ্ছা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’

সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একইসাথে কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’

এরপর নিজের ‘প্রিয়তমা’কে ধন্যবাদ জানিয়ে রনি লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’

রেদওয়ান রনির সেই পোস্টে ভক্তরাও মন্তব্য করেছেন। যেখানে একটি মন্তব্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে। নির্মাতার উদ্দেশে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

ব্যস, ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি নির্মাতা ও অভিনেত্রীর মাঝের সমীকরণ। অনেকেই সেই পোস্টের কমেন্টবক্সে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ সম্বোধন করে বিভিন্ন মন্তব্য করেছেন।

এ বিষয়ে সাদিয়া আয়মানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো বক্তব্য দিতেই রাজি হননি তিনি। বরং প্রেমের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যেতে চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া