শুক্রবার সোশ্যাল হ্যান্ডেলে স্ত্রী প্রিয়াঙ্কার সমুদ্র পাড়ের একটি ছবি শেয়ার করেছেন নিক জোনাস। মার্কিন গায়ক স্মৃতি রোমন্থন করে লিখেছেন, ‘আমার প্রিয় মুহুর্তগুলোর মধ্যে এটি একটি।’ ছবিতে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার ম্যামথ লেকের দিগন্ত বিস্তৃত নীল সৈকতের দিকে তাকিয়ে আছেন দেশি গার্ল।
করোনা আবহে ঘরবন্দি থাকলেও সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুণ অ্যাক্টিভ প্রিয়াঙ্কা। সেখানে নানা ইস্যুতে নিজের মতামত শেয়ার করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহুর্তে ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিসকে তিনি অকুন্ঠ সমর্থন ও ভালোবাসার কথাও জানিয়েছেন।
সম্প্রতি আসামের বন্যা কবলিত মানুষের সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এই চিত্রতারকা।
প্রসঙ্গত, বর্তমানে অ্যামাজন প্রাইমের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এর মধ্যে বিয়ের সঙ্গীত থিমের ড্যান্স রিয়্যালিটি শো, রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’, এবং আনন্দ শীলার বায়োপিক ‘শীলা’তে দেখা যাবে তাকে।
এছাড়াও নেটফ্লিক্সের ‘দ্য হোয়াইট টাইগার’, ‘ইউ ক্যান বি হিরোস’, ‘কাউবয় নিনজা ভাইকিং’-এর মতো সিনেমাতে অভিনয় করবেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।