সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

প্রিয়াঙ্কার নতুন সিনেমা ‘এভিল আই’এর টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
প্রিয়াঙ্কার নতুন সিনেমা ‘এভিল আই’এর টিজার প্রকাশ
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনায় অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে হরর-কমেডি সিনেমা ‘এভিল আই’। অভিনেত্রীর প্রযোজনা সংস্থা পার্পেল পেবল পিকচার্সের ব্যানারে নির্মিত হবে এই সিনেমাটি। আর সহকারী প্রযোজক হিসেবে থাকবেন প্রিয়াঙ্কার ম্যানেজার অঞ্জুলা আচারিয়া এবং জ্যাসন ব্লাম। বৃহস্পতিবার অনলাইনে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার।
করোনার জেরে বিশ্ব বিনোদনের পুরো চেহারাটাই বদলে গিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হলেও প্রেক্ষাগৃহে এখনো ঝুলছে তালা। আর এরই মাঝে প্রেক্ষাগৃহের বিকল্প হিসেবে স্ট্রিমিং প্ল্যাটফর্মের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়েছে। বিগ বাজেটের সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ ওটিটিতে মুক্তি পাচ্ছে।
ভারতীয় লেখক মাধুরী শেখরের লেখা ‘ইভিল আই’ শিরোনামের গল্পের অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সমাজের নানা কুসংস্কারই ছবিটির মূল উপজীব্য। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন এলান দাসানি।

প্রিয়াঙ্কা চোপড়া

‘এভিল আই’ সিনেমাতে অভিনয় করবেন সারিতা চৌধুরী, সুনীতা মানি, ওমর মাসকাতি এবং হলিউড অভিনেতা বার্নার্ড হোয়াইট। জানা গিয়েছে, আগামী ১৩ অক্টোবর স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
এভিল আই’ সিনেমার টিজারটি দেখুন (https://youtu.be/JB2b6weKJcc)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া