বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেল মুম্বাই

স্পোর্টস ডেস্ক : 

নিজেদের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের ওপর তাণ্ডব চালালেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ১৬৬ রানোর টার্গেটে ব্যাট করতে নেমে স্রেফ ৫৮ বলেই (৯.৪ ওভার) লক্ষ্য পেরিয়ে গেছে হায়দরাবাদ। উইকেটের পতন হয়নি একটিও। হায়দরাবাদের বিপক্ষে লখনৌয়ের হারে কপাল পুড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম দল হিসেবে চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

লখনৌকে হারিয়ে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট হয়েছে প্যাট কামিন্সদের। আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্টও ১৬। তিনে আছে হায়দরাবাদ। চারে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ১২। পাঁচ নম্বরে থাকা লখনৌ সুপার জায়ান্টসের পয়েন্টও ১২। ছ’নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্তদের পয়েন্টও ১২। মুম্বইা ইন্ডিয়ান্স রয়েছে নবম স্থানে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮।

অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে এবারের আইপিএল থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। লখনৌ জিততে পারলে মুম্বাইয়ের সম্ভাবনা খানিকটা হলেও টিকে থাকতো। শেষ দুই ম্যাচ জিততে পারলে মুম্বাইয়ের পয়েন্ট হতো ১২। রান রেটের হিসেবে হয়তো সম্ভাবনা টিকে থাকলেও থাকতে পারতো।

কিন্তু হায়দরাবাদ জিতে যাওয়ার কারণে মুম্বাইয়ের সেই সম্ভাবনাও শেষ। কারণ, বাকি থাকা শেষ দুই ম্যাচ জিতে মোট ১২ পয়েন্ট অর্জন করলেও মুম্বাই সেরা চারে থাকতে পারবে না। রান রেটে অনেক পিছিয়ে তারা। ১২ ম্যাচ শেষে বর্তমানে তাদের পয়েন্ট ৮। রান রেট -০.২১২। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের ১১ ম্যাচে পয়েন্ট ১২ এবং তাদের রান রেট ০.৭০০।

মুম্বাইয়ের ১২ পয়েন্ট হলেও তারা চেন্নাইকে পেছনে ফেলতে পারবে না। যার ফলে সবার আগে আইপিএল থেকে মুম্বাইয়ের বিদায় নিশ্চিত হয়ে গেলো। অথচ, এবাররে আইপিএলে সর্বাধিক উইকেট শিকারী জসপ্রিত বুমরাহ মুম্বাইয়ের বোলার। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি।

আজ আইপিএলে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলের মধ্যে যে কোনো একটির মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য বরণ করতে যাচ্ছে আজ। দু‘দলের মধ্যে যে হেরে যাবে, তারই বিদায় নিশ্চিত হয়ে যাবে। ১১ ম্যাচে সমান ৮ পয়েন্ট করে অর্জন করেছে দুই দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া