Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে লাঙ্গলে ভোট চেয়ে টাকা বিতরণের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ১৮৮ জন দেখেছেন

ফেনী জেলা প্রতিনিধি : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের একটি উঠান বৈঠকে এ ঘটনা ঘটতে দেখা যায়। সেখানে তার উপস্থিতিতে অনুসারীদের মাধ্যমে ভোটারদের হাতে হাতে টাকা বিতরণ করতে দেখা যায়। এসময় ভোটারদের কাছ থেকে ভোটের প্রতিশ্রুতি নেওয়া হয়।

এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে জনসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মাঝেও তিনি নগদ টাকা বিতরণ করেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোনো প্রার্থী যদি টাকা দিয়ে ভোটারদের নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করেন নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এর দায়ে প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে।

এ বিষয়ে শাহরিয়ার ইকবালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুল হয়ে গেছে, এ ধরনের ভুল আর হবে না।

এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রকাশ্যে লাঙ্গলে ভোট চেয়ে টাকা বিতরণের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

ফেনী জেলা প্রতিনিধি : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের একটি উঠান বৈঠকে এ ঘটনা ঘটতে দেখা যায়। সেখানে তার উপস্থিতিতে অনুসারীদের মাধ্যমে ভোটারদের হাতে হাতে টাকা বিতরণ করতে দেখা যায়। এসময় ভোটারদের কাছ থেকে ভোটের প্রতিশ্রুতি নেওয়া হয়।

এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে জনসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মাঝেও তিনি নগদ টাকা বিতরণ করেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোনো প্রার্থী যদি টাকা দিয়ে ভোটারদের নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করেন নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এর দায়ে প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে।

এ বিষয়ে শাহরিয়ার ইকবালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুল হয়ে গেছে, এ ধরনের ভুল আর হবে না।

এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।