মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে। এ বছর সারাদেশে ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। পূজায় সরকারের পক্ষ থেকে এবার সর্বোচ্চ বরাদ্দ ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন।
তিনি বলেন, অন্যান্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে।
এর আগে তিনি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজা মণ্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও সন্তোষপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মনিরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি একে এম আওলাদ হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার বিউটি আক্তার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো: সুমন মিয়া, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুকী রিগ্যান প্রমুখ।