পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহার দুই সহযোগী শিপ্রা ও সিফাত জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। তারা সাবেক মেজর সিনহা নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের বিষয়ে আশাবাদ জানিয়েছেন। জামিনে কারাগার থেকে মুক্তির পর প্রথমবারের মত সোমবার রাতে গণমাধ্যমের মুখোমুখি হন শিপ্রা ও সিফাত।
দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারা বলেন, সময়ের অপেক্ষা মাত্র, কিছুটা সময় পেলেই তারা সব সত্য জানাবেন। এমন সময়ে পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান শিপ্রা ও সিফাত।
আরও পড়ুন : সিনহার মা সন্তান হত্যার বিচার চাইলেন চোখের জলে
গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে।
এ মামলায় নিহত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।
৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন।