Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র না কি কন্যাসন্তান? যা বললেন রণবীর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে নতুন অতিথির আগমনের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। সেজন্য প্রস্তুত তার কাছের মানুষেরা। এদিকে সবার মনে একটাই প্রশ্ন—কবে মা হবেন পর্দার বাজিরাও মাস্তানি? কবে আসবে সেই সুদিন?

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরেই দীপিকা-রণবীর জুটির বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী।

এদিকে দুটি প্রশ্ন ঘুরছে নেটাগরিকদের মাথায়। পুত্র নাকি কন্যা সন্তানের মা হচ্ছেন দীপিকা? শোনা যাচ্ছে তিনি নাকি সারোগেসির (অন্যের গর্ভ ভাড়া করে) মাধ্যমে সন্তান জন্ম দেবেন?

যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি তারা। তবে পুত্র চাই না কন্যা, সেই প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন রণবীর সিং।

দীপিকা-রণবীর দু’জনেই বাচ্চাদের ভালবাসেন। সন্তানের তো নামও ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিংহ। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন। যদিও একটা সময়ে রণবীর জানিয়েছিলেন তার কন্যাসন্তান চাই। একেবারে দীপিকার মতো দেখতে হবে যাকে।

সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।

দীপিকা মা হচ্ছেন খবর প্রকাশ্যে আসার পর থেকেই বরাবরই স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে অভিনেতাকে। অনন্ত অ্যাম্বানির প্রাক্-বিবাহ অনুষ্ঠান হোক, কিংবা বিমানবন্দরে ছাড়তে আসা— দীপিকাকে সব সময় আগলে রাখতে দেখা যায় রণবীরকে।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা যখন একাকী জীবন কাটাচ্ছিলেন তখন তার জন্য প্রেমের প্রসাদ নিয়ে আসেন রণবীর সিং। ২৪ ঘণ্টার মধ্যে তার ভালোবাসা গ্রহণ করেছিলেন দীপিকা। এরপর চুটিয়ে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

পুত্র না কি কন্যাসন্তান? যা বললেন রণবীর

প্রকাশের সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক :

দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে নতুন অতিথির আগমনের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। সেজন্য প্রস্তুত তার কাছের মানুষেরা। এদিকে সবার মনে একটাই প্রশ্ন—কবে মা হবেন পর্দার বাজিরাও মাস্তানি? কবে আসবে সেই সুদিন?

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরেই দীপিকা-রণবীর জুটির বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী।

এদিকে দুটি প্রশ্ন ঘুরছে নেটাগরিকদের মাথায়। পুত্র নাকি কন্যা সন্তানের মা হচ্ছেন দীপিকা? শোনা যাচ্ছে তিনি নাকি সারোগেসির (অন্যের গর্ভ ভাড়া করে) মাধ্যমে সন্তান জন্ম দেবেন?

যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি তারা। তবে পুত্র চাই না কন্যা, সেই প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন রণবীর সিং।

দীপিকা-রণবীর দু’জনেই বাচ্চাদের ভালবাসেন। সন্তানের তো নামও ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিংহ। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন। যদিও একটা সময়ে রণবীর জানিয়েছিলেন তার কন্যাসন্তান চাই। একেবারে দীপিকার মতো দেখতে হবে যাকে।

সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।

দীপিকা মা হচ্ছেন খবর প্রকাশ্যে আসার পর থেকেই বরাবরই স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে অভিনেতাকে। অনন্ত অ্যাম্বানির প্রাক্-বিবাহ অনুষ্ঠান হোক, কিংবা বিমানবন্দরে ছাড়তে আসা— দীপিকাকে সব সময় আগলে রাখতে দেখা যায় রণবীরকে।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা যখন একাকী জীবন কাটাচ্ছিলেন তখন তার জন্য প্রেমের প্রসাদ নিয়ে আসেন রণবীর সিং। ২৪ ঘণ্টার মধ্যে তার ভালোবাসা গ্রহণ করেছিলেন দীপিকা। এরপর চুটিয়ে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেন তারা।