শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এ আর রহমানের গানকে ‘বেকার’ বললেন সনু নিগম চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়া হচ্ছে : প্রধান বিচারপতি জিয়াউর রহমানকে মূলধন করে বিএনপি কখনো রাজনীতি করেনি : আমীর খসরু ‘আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না’ ৯৯৯ কল করে আত্মসমর্পণ করলো সাবেক ছাত্রলীগ নেতা বান্দরবানে বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু ১/১১ ভয় দেখিয়ে অন্তর্বর্তী সরকার সমর্থন নিতে চায় : রিজভী ট্রাম্প প্রশাসনের প্রথম এলএনজি রপ্তানি চুক্তি বাংলাদেশের সঙ্গে বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র

পায়েল ধর্ষণ মামলা করলেন পরিচালক অনুরাগের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
পায়েল ধর্ষণ মামলা করলেন পরিচালক অনুরাগের বিরুদ্ধে
অভিনেত্রী পায়েল ও পরিচালক অনুরাগ

অভিনেত্রী পায়েল ধর্ষণ মামলা করলেন পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুম্বইয়ের ভারসোভা থানায় মামলা করেন পায়েল ঘোষ। মামলায় অনুরাগের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানীর অভিযোগ আনা হয়েছে বলে পায়েলের আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

পায়েলের আইনজীবী জানান, ভারতীয় সংবিধানের ৩৭৬, ৩৫৪, ৩৪১ এবং ৩৪২ ধারা অনুযায়ী অনুরাগের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এর আগে পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন এই অভিনেত্রী।

গত শনিবার বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ টুইটারে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, পাঁচ বছর আগে নিজের বাড়িতে তাকে যৌন হয়রানি করেন অনুরাগ। অভিনেত্রী আরও অভিযোগ করেন, কুপ্রস্তাব দেয়ার পর তা প্রত্যাখান করায় অনুরাগ ‘অশালীন’ শব্দ ব্যবহার করেছিলেন।

নিজের অভিযোগের বর্ণনা দিতে গিয়ে পায়েল বলেন, তাকে শারীরিক সম্পর্কের জন্য জোর করেছিলেন অনুরাগ। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘বম্বে ভেলভেট’ ছবির শুটিংয়ের সময় এমন ঘটনা ঘটে যায়।

প্রথম মিটিং ইতিবাচক ছিল। কিন্তু সমস্যা দ্বিতীয় মিটিং থেকে শুরু হয়েছিল বলে দাবি করেন পায়েল।
দ্বিতীয় মিটিং শেষে আমাকে একটি ঘরে নিয়ে যান অনুরাগ। তারপর ধীরে ধীরে নিজের পোশাক খুলতে শুরু করেন তিনি। আমাকে জোর করার চেষ্টা করেন। আমি জানাই যে আমি খুব একটা স্বস্তি বোধ করছি না। তখন উনি বলেন, সবাই এসব বলে থাকে। ধীরে ধীরে তিনি আমার কাছে আসেন। এরপর আমি আবার নিজের অস্বস্তির কথা বললাম। তারপরই অনুরাগ বলেন, ঠিক আছে, পরে যখন তুমি আসবে তখন তৈরি হয়ে এসো। সেটা শুনেই আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই।

আরও পড়ুন : শকুন বাত্রার সিনেমায় কার বিপরীতে নায়িকা দীপিকা

এই বাঙালি অভিনেত্রীর দাবি, এরপর অনুরাগ তাকে বহুবার মেসেজ করলেও তিনি প্রত্যুত্তর দেননি। সেই সাক্ষাৎকারে পায়েলের কাছে তার অভিযোগের ব্যাপারে কোনো প্রমাণ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ২০১৪ সালে ঘটে যাওয়া এই ঘটনার কোনো প্রমাণ আমার কাছে এখন নেই।

এদিকে অভিযোগের বিষয়ে একটি বিবৃতি দিয়ে পরিচালক অনুরাগ আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, হ্যাশমিটু আন্দোলনের গুরুত্বকে হালকা করতেই এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে হ্যাশমিটুর মতো একটা গুরুত্বপূর্ণ আন্দোলনকে ব্যক্তিস্বার্থে ভোঁতা করে দেয়ার চেষ্টা চলছে। বিষয়টিকে ব্যক্তি আক্রমণে নামিয়ে আনা হচ্ছে।

অনুরাগ আরও বলেন, এ ধরনের মনগড়া অভিযোগের ফলে আন্দোলনের গুরুত্বটা যেমন হালকা হয়ে যাচ্ছে, তেমনই যারা সত্যিই যৌন হয়রানির শিকার হচ্ছেন তাদের আবেগ নিয়ে খেলা হচ্ছে।

পায়েল তার টুইটে যে তিন বলিউড অভিনেত্রী অনুরাগের ‘লালসার শিকার’ হয়েছেন বলে দাবি করেছিলেন সেই তিন অভিনেত্রী অর্থাৎ হুমা কুরেশি, রিচা চাড্ডা এবং মাহি গিল অনুরাগেরই পক্ষ নিয়েছেন। তারা বলেছেন, অনুরাগের কাছ থেকে কোনো রকম খারাপ ব্যবহার তারা পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া