রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

পানির তোড়ে ভেঙে গেছে দুই মাস আগে নির্মাণ করা সড়ক

রিপোর্টারের নাম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

নাটোর প্রতিনিধি

বন্যার পানির তীব্র তোড়ে ভেঙে গেছে নাটোরের সিংড়া-তেমুক-নওগাঁ সড়ক। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া রাস্তা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে ঘরবাড়ি। বালির বস্তা ফেলে সড়কটির বাকি অংশ রক্ষার চেষ্টা করছে এলজিইডি।

এলজিইডির সিংড়া উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, দুই মাস আগেই প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু আত্রাই নদীর পানির তীব্র তোড়ে দুটি স্থানে ভেঙে গেছে এবং পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা বালির বস্তা দিয়ে ভাঙনরোধের চেষ্টা করছি।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বানু বলেন, সড়কটি রক্ষার জন্য এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি, দ্রুতই সড়কটি মেরামত করা হবে। এছাড়া সড়কের নির্মাণকাজে কোনো দুর্নীতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতির প্রমাণ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া