লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ৩টায় পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাকেশ হোসেন (৩০)। তিনি ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার উত্তর টেপুরগাড়ী এলাকার হাফিজুল ইসলামের ছেলে।
জানা গেছে, কালিরহাট সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে বিশেষ কায়দায় ভারত থেকে গরু পাচার করে দিচ্ছিল ভারতীয় চোরাকারবারিরা। এ সময় ভারতের মিরাপ্পা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশি গরু চোরাকারবারি ভেবে গুলি ছুঁড়লে অজ্ঞাত ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়কের (সিও) শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, এ ঘটনা জেনেছি। সীমান্তে গুলি ছোড়ার ব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়েছি। বৈঠক হলে গুলি ও নিহতের ব্যাপারে জানতে পারব।’