বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিক অতিরিক্ত মহাপরিচালক (প্লানিং, ডিজাইন এন্ড রিসার্চ) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
প্রেসিডেন্টের আদেশক্রমে গত ১৯/১২/২০২২ ইং তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে।
মো. রমজান আলী প্রামানিক সাবেক বিআইটি রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে ১৯৮৭ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল)-এ ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে আউটস্ট্যান্ডিং ফলাফলের গোল্ড মেডেল পান।
পরবর্তীতে ২০০৪ সালে ভারতের আইআইটি, রুর্কি থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৬৪ সাল নওগাঁ রাণীনগর উপজেলার কয়াকুঞ্চি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম মরহুম আবুল কাশেম প্রামানিক ও মাতা মরহুম মেহেরুন্নেছা। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
স্ত্রী শিউলী আনোয়ারি গৃহিনী।