ঢাকাই ছবির নায়িকা পরীমনি অভিনয় করবেন প্রীতিলতা চরিত্রে। ইতোমধ্যে তিনি এ চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন। আর ছবির পরিচালকও পরীমনিকে দিয়ে আলোচিত ও ঐতিহাসিক এক ছবি বানানোর অপেক্ষায় আছেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনরে প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ছবিটি পরিচালনা করবেন রাশিদ পলাশ।
আরও পড়ুন : ওয়েব সিরিজ মানেই কি কাপড় খুলতে হবে?
পরিচালক রাশিদ পলাশ জানান, প্রীতিলতার আত্মহুতি দিবসে ছবিটিতে অভিনয় করতে সম্মতি দিয়েছেন পরী। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রব্বানী। ইউফরসির ব্যানারে ১লা নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।
ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। নির্মাতা বলেন, প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরীমনিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে।
এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।