মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধি
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ে কাজ করতে এসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়েছেন সতীশ রায় নামে এক ভারতীয় নাগরিক।

রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ভারতীয় ওই নাগরিককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত সতীশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।

এর আগে, শনিবার (৮ মার্চ) বিকেলে তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া টাইয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

বিজিবি জানায়, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও তিনি একইভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করেছেন। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাঝিপাড়া টাইয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে সতীশকে আটক করে মাঝিপাড়া বিওপি সদস্যরা। এরপর তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির বলেন, বিজিবি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া