বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আক্তার হোসেন (৪০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের হেলপার।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

নিহত আক্তার হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে একটি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘারিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ট্রাকে আটকা পড়া চালকের লাশ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের হেলপার আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিহতের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: