Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব

সংগৃহীত ছবি

নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন গানম্যান পেয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে হত্যার হুমকী দেয়ার পর বিশ্বসেরা অলরাউন্ডারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এতে নড়েচড়ে বসে বিসিবি।

বিসিবি সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে হুমকী দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। বিষয়টি বিসিবির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরই সাকিবের সার্বক্ষণিক নিরাপত্তায় একজন গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৮ নভেম্বর) মিরপুরে অনুশীলনে এলে তার সঙ্গে গানম্যানকে দেখা যায়।

আরও পড়ুন : বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেটে কে কোন দলে

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এক যুবক। রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি।

সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে এই অলরাউন্ডারকে কুপিয়ে হত্যার হুমকি দেন মহসিন। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করতে থাকেন তিনি।

পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার রানসি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব

প্রকাশের সময় : ১১:২৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন গানম্যান পেয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে হত্যার হুমকী দেয়ার পর বিশ্বসেরা অলরাউন্ডারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এতে নড়েচড়ে বসে বিসিবি।

বিসিবি সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে হুমকী দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। বিষয়টি বিসিবির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরই সাকিবের সার্বক্ষণিক নিরাপত্তায় একজন গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৮ নভেম্বর) মিরপুরে অনুশীলনে এলে তার সঙ্গে গানম্যানকে দেখা যায়।

আরও পড়ুন : বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেটে কে কোন দলে

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এক যুবক। রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি।

সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে এই অলরাউন্ডারকে কুপিয়ে হত্যার হুমকি দেন মহসিন। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করতে থাকেন তিনি।

পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার রানসি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।