শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নিরবের নায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
নিরবের নায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক : 

দেশের সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। নতুন বছরের প্রথম মাসের শেষপ্রান্তে এসে নতুন সিনেমায় চুক্তিব্ধ হলেন তিনি। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতেই ছবিটিতে রূপা চরিত্রে হাজির হবেন মিষ্টি হাসির পরীমনি।

গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি খবরটি নিশ্চিত করেছেন। ছবির পরিচালক সামছুল হুদাও জানান, পরীর সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারনের কাজ শুরু হবে।

পরীমনি বলেন, ‘‘গোলাপ’ একটি অ্যাকশান থ্রিলারধর্মী সিনেমা। অনেকদিন ধরেই এই ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে, এমন কী ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। সিনেমাটির গল্পে নানান ধরনের টুইস্ট আছে। আশা করছি ছবিটি সুপারহিট হবে। কারণ এখন দর্শক এ ধরনের সিনেমাই দেখতে ভালোবাসেন।

নিরব বলেন, পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারবো আমরা।

পরিচালক সামছুল হুদা বলেন, গল্প চূড়ান্ত হওয়ার পর আমাদের টিমের কাছে মনে হয়েছে রূপা চরিত্রের জন্য পরীমণি পারফেক্ট। তাই তাকে সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

গোলাপের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

পরমনী অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পেয়ে বেশ আলোচনায় এসেছে। এতে পরীমনিকে সুপ্তি চরিত্রে অভিনয়ে দেখা যায়। গেল ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। ছবিটিতে তিনি লাবণ্য চরিত্রে অভিনয় করে কলকাতার দর্শকের নজর কেড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া