নিপীড়ন নির্যাতন এবং অবিচারের বিরুদ্ধে সরব জয়া আহসান
বিনোদন প্রতিবেদক
আপডেট :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
শেয়ার করুন
জয়া আহসান
দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি সমাজের নানা অসংগতি নিয়ে বিভিন্ন সময়ে সরব দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এবার পারিবারিক হিংসার বিরুদ্ধে মুখ খুললেন ‘দেবী’ খ্যাত এই চিত্রতারকা।
সম্প্রতি মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদে প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মের ‘আর না’ ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন জয়া আহসান। সেখানে তিনি বলেন, যুগ যুগ ধরে সমাজের ‘অঙ্গ’ হিসেবে পরিচিত মেয়েরা পারিবারিক হিংসার শিকার।
জয়া আহসান
এটি হতে পারে যৌন নির্যাতন, শারীরিক নিপীড়ন। দীর্ঘদিন ধরেই এসব সহ্য করে আসছেন সমাজের নানা বয়সের মেয়েরা। এ নিয়ে এতদিন কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। এমনকি এটা রুখতে কেউ এগিয়ে আসেননি। বরং তা না করে, সবাই বলেছেন এটা প্রাইভেট ম্যাটার (ব্যক্তিগত বিষয়)। পরিবারের ভেতরের খবর বাইরে আলোচনার প্রয়োজন নেই। কিন্তু এবার বলার সময় এসেছে ‘আর না’।
জয়ার কথায়, ‘নিপীড়ন, নির্যাতন এবং অবিচারে সমাজের অধিকাংশ নারীই আজ মৃতপ্রায়। এই ন্যাক্কারজনক ঘটনা সারাবিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু দিনের পর দিন শুধু মুখ বুঝে সহ্য করেছেন নারীরা। এই ঘটনায় মুখ খোলেননি সমাজের কেউই।’
তিনি আরও বলেন, গোটা বিশ্বই আজ করোনা আতঙ্কে দিশেহারা। কিন্তু প্রতিনিয়ত ঘটে চলা নিপীড়িত ও নির্যাতিত হয়ে যে কত নারী প্রাণ হারাচ্ছেন সেটা নিয়ে কেউ আতঙ্কিত নয়! গোটা দুনিয়ার নারীর জীবন থেকে এই কলঙ্কিত অধ্যায় মুছে দিতে আজ সরব হয়েছেন অনেকেই।
তাই সবাইকে আওয়াজ তুলতে হবে, ‘নিপীড়ন যাক। ভালোবাসা আসুক। সুস্থ ও আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীরাও।’