বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বাংলাদেশ : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বাংলাদেশ : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : 

বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয় এবং নয়াদিল্লি আশা করে ঢাকা নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ভারত উদ্বিগ্ন। দিল্লি আশা করে, সংখ্যালঘুদের নিরাপত্তায় ঢাকা পদক্ষেপ নেবে।’

সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে উত্তেজনা দেখা দিয়েছে, তা প্রশমিত হবে এবং সম্পর্কটি স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘ভারত আশা করে যে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে।’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমাদের উদ্বেগের কারণ সেখানে সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। আমরা আমাদের উদ্বেগের ব্যাপারে ঢাকার দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি আমাদের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেছেন। তিনিও বৈঠকে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন। আমরা আশা করি, বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নেবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।’

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রকৃতপক্ষে, যখন আমরা ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা বলি, তখন পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই।

তিনি বলেন, এখানে পরিপক্ব আচরণ করা জরুরি। আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে। এটা স্বাভাবিক যে সেখানে উত্থান-পতন হবে। আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া