বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়ন মিলবে : তারেক রহমান

রংপুর জেলা প্রতিনিধি
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়ন মিলবে : তারেক রহমান

রংপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়ন মিলবে বিএনপির। বিএনপির আস্থা ধরে রাখতে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।

রোববার (৮ ডিসেম্বর) রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জন সম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক গতিকে এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে প্রান্তিক পর্যায়ে দ্রুত পৌঁছে যায়। ৩১ দফার সব ম্যাসেজ পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে হবে। বিএনপির রাজনৈতিক পুঁজি জনগণের বিশ্বাস।

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৫ বছর মানুষের অর্থ সম্পদ লুটপাট করে কোনো লাভ হয়নি। উল্টো জনগণ খেদিয়ে দিয়েছি স্বৈরাচারী সরকারকে। গত ১৫ বছরে যে সব নেতাকর্মী গুম, খুম ও হত্যার শিকার হয়েছেন এবং জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পাশে সবসময় থাকবে বিএনপি। আমি ৩১ দফা পৌঁছে দেবো মানুষের দ্বারে দ্বারে।

তিনি বলেন, ‘৩১ দফার আলোকে দেশকে পুনর্গঠন করা হবে। বিএনপির আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।’

তারেক রহমান বলেন, দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই। যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা কোনভাবেই ২০ কোটির কম নয় বলে আমার ধারণা। ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তি তৈরি করবো। যাতে দেশে কোনো বেকারত্ব না থাকে। এ সময় সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থানসহ গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্থাপনা ও নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরি ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল। এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

এ সময় লালমনিরহাটে বিমানবন্দর চালু করার বিষয়ে তিনি বলেন, এটি ব্যবসায়িক বিষয়। ভর্তুকি দিয়ে বিমানবন্দর চালানো যাবে না। তবে কোনো প্রাইভেট কোম্পানি এটাকে লাভবান হিসেবে দেখাতে পারলে সরকার অবকাঠামো তৈরি করে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া