প্রেমের সাম্পানে ভাসছেন নার্গিস ফাখরি। তবে এবার বলিউডের কোনো অভিনেতা নয়, নিউইয়র্কের এক রন্ধনশিল্পীর সঙ্গে প্রেম করছেন বলিউডের এই নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বলিউডের এই অভিনেত্রী জাস্টিন সানটোস নামে নিউইয়র্কের এক রন্ধনশিল্পীর সঙ্গে প্রেম করছেন।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৪০ বছর বয়সী এই তারকা।
আরও পড়ুন : মেয়েদের অন্তর্বাস নিয়ে এ কি বললেন স্বস্তিকা
এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন নার্গিস। এতে দেখা যাচ্ছে, তিনি বন্দুক চালানে শিখছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন- যখন মনের মানুষ বন্দুক চালানো শেখাতে নিয়ে এলো। জাস্টিনের সঙ্গে বন্দুক চালানো শিখছি। তবে বন্দুকটি একটু বেশিই ভারী!
নার্গিসের শেয়ার করা ভিডিওর নিচে মন্তব্য করেছেন বলিউডের আরেক অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। তিনি লিখেছেন- ‘তোমাদের দু’জনকে দারুণ মানিয়েছে।’
সবশেষ গত বছর ‘অমাবস্যা’ নামের একটি ছবিতে দেখা গেছে নার্গিসকে। তার হাতে এখন রয়েছে সঞ্জয় দত্তের সঙ্গে ‘তোরবাজ’।