চিত্রনায়ক জায়েদ খান গোপনে নায়িকা পপিকে বিয়ে করেছেন! সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢালিউড পাড়ায়। এ নিয়ে মুখ খুললেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এ খবরে ভীষণ চটেছেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, আমার অনেক শ্রদ্ধার একজন শিল্পী পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। তার সম্পর্কে এমন বাজে মন্তব্য তাকে ও আমাকে হেয় করা ছাড়া আর কিছু নয়।
আরও পড়ুন : এক সময়ের জনপ্রিয় নায়ক জসিমকে কেউ মনে রাখেনি!
গুঞ্জন ছড়ায়, তারা বিয়ে করেছেন। এমনকি একসঙ্গে দেড় বছরের বেশি সময় কাটিয়েছেন। তবে জায়েদ খান বলেন, আমরা যদি বিয়েই করতাম তাহলে আমাদের কাবিননামা থাকত, কাজী, ইমাম থাকত।
এগুলো ছাড়া কি বিয়ে হয়? আসলে যেগুলো কথা বাতাসে ওড়ে সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি গুণী একজন অভিনেত্রী। আমার সিনিয়র তিনি। তাকে নিয়ে এ সমস্ত কথা একজন শিল্পীকে ছোট করা। তাকে জড়িয়ে আমাকে নিয়ে কথা বলাও অপ্রাসঙ্গিক।
এর আগে এ বিষয়ে পপি বলেছেন, আসলে প্রথমদিকে আমরা একটা পরিবার হয়েছিলাম। সেখানে জায়েদ খানকে আমরা সাথে রাখছিলাম। কারণ সে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল। আর এ কারণে আমরা তার সাথে ছিলাম।
পপি বলেন, আমি জায়েদ খানকে সাপোর্ট করেছিলাম। তাই বলে এই নয় যে তার সঙ্গে আমার প্রেম বা বিয়ে করতে হবে।