সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৪
বিস্ফোরণের পর মসজিদের দৃশ্য

নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৫৫)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

 

এখন পর্যন্ত মারা যাওয়া ২৪ জন হলেন, মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুবায়েদ ফারাজি (৬), মো. নিজাম (৪০), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়েদ (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), রাশেদ (৩০), জয়নাল (৩৮), মাইন উদ্দিন (১২), রাসেল (৩০), বাহাউদ্দিন (৬০), কাঞ্চন হাওলাদার (৪০), নয়ন (২৭), নাদিম আহমেদ (৪০), জুলহাস ফারাজি (৩৫), শামীম (৪৫) ও মোহাম্মদ আলী (৫৫)।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ নিয়ে অনেক প্রশ্ন

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ জনের মতো দগ্ধ হন। তাদেরকে ঢামেক হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

 

ঘটনার পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছিলেন, মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন চলে গেছে। ওই গ্যাসের লাইনে ত্রুটি থাকায় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া