রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

নাটোরে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার

নাটোর জেলা প্রতিনিধি
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
নাটোরে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোর জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (১০ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাতে নাটোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূঁইয়াসহ ১৮ জন, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নলডাঙ্গা পৌরসভার সাহেব আলীসহ দুই জন, বাগাতিপাড়ায় দুই জন, লালপুরে চার জন, গুরুদাসপুরে একজন ও সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

নাটোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদ আসলাম আলী মাস্টার বলেন, শনিবার (৯ নভেম্বর) রাতে জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গণগ্রেপ্তার চালানো হয়েছে। বয়োজ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেফতার করেছে পুলিশ। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গেছেন এবং সামনে করবেন, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আজকে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। আমি গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে। এদের অধিকাংশের নামেই মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া