রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

নতুন সিনেমাতে রুনা খান

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
নতুন সিনেমাতে রুনা খান

বিনোদন ডেস্ক : 

ক্যারিয়ারে প্রায় দুই দশক ধরে নিজেকে পর্দায় মেলে ধরেছেন অভিনেত্রী রুনা খান। অসংখ্য নাটকে কাজ করে আজ দর্শকপ্রিয় অভিনেত্রীদের সারিতে জায়গা করে নিয়েছেন তিনি। বয়সের সঙ্গে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য।

এরই মধ্যে নিজের ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন রুনা খান। কখনও ছড়িয়ে দেন রূপের দ্যুতি, আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের। এ নিয়ে অবশ্য বিতর্কও কম হয়নি অভিনেত্রীকে নিয়ে। এসব কোনোকিছুকেই তোয়াক্কা না করে নিজের মতো করে এগিয়ে গেছেন, সাফল্যের মুখ দেখছেন অনায়াসেই।

এইতো দিন কয়েক আগেই, কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, ‘অসময়’ তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

তবে গত জুলাইয়ের পর নিজেকে একরকম আড়াল করে নিয়েছিলেন রুনা। সামাজিক মাধ্যমেও দেখা যায়নি তাকে। এখন আস্তে আস্তে নিজেকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। কখনও বিভিন্ন লুকে নিজেকে ধরা দিচ্ছেন, আবার কখনও নিজের কাজ নিয়েও দিয়ে যাচ্ছেন সুসংবাদ।

জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নাকি নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

এ সিনেমাটি তৈরি হচ্ছে শিশু বিক্রির ঘটনা নিয়ে। গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘আমরা প্রায়ই শুনি, বিপদে পড়ে অনেকে বাচ্চা বিক্রি করে দিচ্ছেন। বিভিন্ন সময় অনেক শিশু হারিয়েও যায়। এসব ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা হবে এ সিনেমার গল্পে। কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা এর ভুক্তভোগী, কারা এই চক্রের সঙ্গে জড়িত! এগুলোর সঙ্গে মানবিক সম্পর্কের বিষয়টিও উঠে আসবে।’

‘লীলা মন্থনে’ যুক্ত হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি যখনই কোনো কাজে যুক্ত হই সবার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার।’

লীলা মন্থন সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু প্রমুখ।

নির্মাতা জানান, আগামী সপ্তাহে শুরু হবে শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছর ঈদুল আজহায় লীলা মন্থন মুক্তির কথা জানান তিনি।

এদিকে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন রুনা খান। শিগগির আসবে এর আনুষ্ঠানিক ঘোষণা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি সিনেমা। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’। ছবি দুটির প্রচারণায় সরব থাকবেন রুনা খান।

‘অসময়’-এ রুনার অভিনয় দেখার পর এবার দর্শকদের আগ্রহ একটু বেশি; ছবিগুলোতে কতটা চমক দেখাতে পারেন, সেটিই এখন দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া