ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে আম্রপালি গ্রুপের ফ্ল্যাট ডেলিভারি সংক্রান্ত বিষয়ে এবার আইনি নোটিশ পাঠিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সোমবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, সোমবার (২৫ জুলাই) ভারতীয় আদালতে আম্রপালি গ্রুপের ফ্ল্যাট ডেলিভারি সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। এই মামলায় আম্রপলি গ্রুপ ও ধোনিকে একই সাথে আইনি নোটিশ পাঠানো হয়। ২০০৯ থেকে ২০১৫ সালে ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের সময় আম্রপালি গ্রুপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ধোনি।
এর আগে আম্রপালি গ্রুপের দ্বারা প্রতারিত হয়ে ২০১৯ সালের অক্টোবরে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন ধোনি। তবে সেই মামলার শুনানি চলাকালেই ধোনিকে নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দেশটির আদালতে শীর্ষ দুই বিচারপতি জানায়, এই ঘটনায় খুব দ্রুতই উদ্যোগ নেবে সুপ্রিম কোর্ট। আম্রপালি সংস্থার মাধ্যমে যারা বাড়ি কেনার টাকা দিয়েছিলেন তারা যেন সঠিক সময়ের মধ্যে বাড়ির মালিকানা পেয়ে যান, সেদিকে নজর রাখবে সুপ্রিম কোর্টের নিযুক্ত রিসিভার।
২০১৯ সালে আম্রপালি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে ধোনি জানিয়েছিলেন, তাকে সংস্থার মুখপাত্র হিসাবে ছয় বছরের জন্য নিয়োগ করা হয়েছিল। চুক্তি শেষ হয়ে যাবার পরও আম্রপালির কাছ থেকে বকেয়ার ৪২ কোটি ২২ লক্ষ টাকা পাননি তিনি।