শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ধর্ষণ ও হত্যার হুমকির কথা জানিয়ে সুমাইয়ার পোস্ট

বিনোদন ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
ধর্ষণ ও হত্যার হুমকির কথা জানিয়ে সুমাইয়ার পোস্ট

বিনোদন ডেস্ক : 

ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র নারী ফুটবলারদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। নারী ফুটবলাররা এই কোচের অধীনে অনুশীলন করবেন না এবং ফেডারেশন বাটলারকে রাখলে ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া। বেশ কিছু দিন ধরেই ধর্ষণ আর মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এসব দাবি করেন জাতীয় দলের ফরোয়ার্ড মাতসুশিমা। এই সাফজয়ী কন্যা জানান তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এই ট্রমা কিভাবে কাটিয়ে উঠবেন জানেন না।

সুমাইয়া ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি সুমাইয়া। বাংলাদেশ নারী দলের একজন ফুটবলার। ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থী হয়েও আমি স্কুল টুর্নামেন্ট দিয়ে ফুটবল শুরু করি এবং ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন্সশিপ জয়ী দলের অংশ ছিলাম। এটা আমার জন্য এক তিক্ত-মধুর যাত্রা।’

তিনি আরও লেখেন, ‘আমি ফুটবল শুরু করি, তরুণ শিক্ষার্থীদের ফুটবলে আগ্রহী করতে, যাদের বাবা-মা শুধু পড়াশুনায় মনোযোগ দিতে বলেন। আমি দেখাতে চেয়েছিলাম চেষ্টা এবং সংকল্প থাকলে যেকোন বাধা পেরোনো যায়। কিন্তু আজ আক্ষেপ নিয়ে বসে আছি- আক্ষেপ আমি আমার পড়াশুনা, আমার পরিবার, ঈদ ত্যাগ করে দেশের জন্য খেলেছি, কিন্তু কেউ আমাদের ত্যাগের প্রশংসা করেনি।’

ফুটবল খেলতে তার বাধা প্রসঙ্গে সুমাইয়া বলেন, ‘ফুটবল খেলতে আমি আমার বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি। বিশ্বাস ছিল, বিপদে দেশ পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ অ্যাথলেটসদের মানসিক স্বাস্থের কথা ভাবে না। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তা বিবেচনা করে, আমি ও আমার সতীর্থদের জন্য ইংরেজিতে একটা চিঠি লিখে দেওয়ার মতো সামান্য যোগ্যতা আমার আছে। সেজন্য গত কিছু দিন ধরে, আমি লাগাতার মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি। এমনভাবে এমন সব কথা বলা হয়েছে, তা আমি কল্পনাতেও আনতে পারি না।’
হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে ট্রমাতে আছেন বলে উল্লেখ করেন সুমাইয়া, ‘আমি জানি না এই আঘাত থেকে সেরে উঠতে আমার কত সময় লাগবে। তবে আমি জানি যে নিজের স্বপ্ন পূরণের পেছণে ছোটা কারোরই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া উচিত না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া